Mamata Banerjee

"আমি এখনও ফর্ম ফিলাপ করিনি" কৃষ্ণনগরের সভায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। কেন এখনও ফর্ম ফিলাপ করেননি, তার কারণও নিজেই জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "আমি এখনও ফর্ম ফিলাপ করিনি। তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার এমপি হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি।

মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৫:২৩

বাকি ১১ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে। কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এ মুখ্যমন্ত্রী বলেন, "তিনি এখনও এনুমারেশন ওই ফর্ম পূরণ করেননি।"

বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। কেন এখনও ফর্ম ফিলাপ করেননি, তার কারণও নিজেই জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "আমি এখনও ফর্ম ফিলাপ করিনি। তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার এমপি হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি নাগরিক কিনা?" খানিক থেমে মমতার বলেন, "এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল!"

এরপরই বিজেপি-কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, " ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি দেশের নাগরিক কিনা।" প্রশ্ন তুলেছেন, "দেশ যখন স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছো তোমরা। আজকে দেশ চেনাচ্ছো আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজামোহনকে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনী, ক্ষুদিরামকে অসম্মান করে। এ কোন ভারত?"

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তৃণমূল এসআইআর এর বিরোধী নয়। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে ২ মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে, তাতে আপত্তি। 

মমতার কথায়, "আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি?"

জবাবও দিয়েছেন নিজেই। আসলে ভোটের জন্য। গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে। ভাবছে বিহারের মতো এখানেও করবে। কিন্তু আমরা থাকতে ওদের গা জোয়ারি বরদাস্ত করব না।


Share